Advertise top
রাজনীতি

পিরোজপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীদের সংঘর্ষ

বরিশাল নিউজ, পিরোজপুর

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৮:৪০ এএম    

পিরোজপুরে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীদের সংঘর্ষ
মারধরে আহত নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধীরা হাসপাতালে। ছবি: সংগৃহীত

 

 

পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি (২৯) ও তাঁর ভাই সানজিদ (১৯), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহনেওয়াজ অভি (২৬) ও মো. মুঈন উদ্দিন (২৭)।

 

নাগরিক কমিটির প্রতিনিধি সানির অভিযোগ, তিনি তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যাওয়ার পর ৫-৭ জন লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সানজিদকেও মারধর করে হামলাকারীরা। হামলায় সানির পিঠ ও হাত এবং তার ভাইয়ের গলা ও পায়ে আঘাত লাগে।

 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুঈন উদ্দিন বলেন, ‘সাধারণত আমরা তারাবির নামাজ শেষে পুরান বাস স্ট্যান্ডে চা খেতে আসি, আজকে হঠাৎ কোথা থেকে সানি এসে অভিকে বাজে কথা বলে এবং কমিটি আনলি না এমনটা উচ্চবাচ্য কথা বলে। এক সময় ওরা আমাদের ওপর হামলা করে।’

 

পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. রাজীব পাইক বলেন, আহত দুইজনের মধ্যে সানির শরীরে আঘাতের পরিমাণ বেশি। এক্সরে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে তার কোথাও ভেঙেছে কিনা।

 

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবাহান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫

Developed By NextBarisal