Advertise top
বরিশাল

প্রান্তিক পর্যায়ে পেনশন স্কিম বাস্তবায়নে এনজিওরা ভূমিকা রাখতে পারে: জেলা প্রশাসক

বরিশাল নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম    

প্রান্তিক পর্যায়ে পেনশন স্কিম বাস্তবায়নে এনজিওরা ভূমিকা রাখতে পারে: জেলা প্রশাসক
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন নিয়ে এনজিওদের সঙ্গে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময়। ছবি: বরিশাল নিউজ

বরিশাল জেলার সকল এনজিওর সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা করেছে বরিশাল জেলা প্রশাসন।

 

জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এ সময় বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে প্রান্তিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এনজিও সমূহ।

 

জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আজ  বৃহস্পতিবার, ২১ মার্চ দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

 

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল রিপন কান্তি ঘোষ, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, শুভ এর পরিচালক হাসিনা বেগম নিলাসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।

 

১৭ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। সর্বজনীন পেনশন কর্মসূচি এমনভাবে করা হচ্ছে যাতে দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিকই এ ব্যবস্থার আওতায় আসতে পারবেন এবং ৬০ বছর বয়স থেকে তাঁরা আজীবন পেনশন পাবেন। শুরুর দিকে চিন্তা না থাকলেও পরে ৫০ বছরের বেশি বয়সীদেরও পেনশন কর্মসূচির আওতায় রাখার সুযোগ তৈরি করা হয়েছে। তাঁরা টানা ১০ বছর চাঁদা দেওয়ার পরই পেনশন সুবিধা পাবেন। আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন কর্মসূচি চালু করা হচ্ছে। এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ শীর্ষক কর্মসূচি চালু করা হবে। ‘প্রগতি’ ও ‘সুরক্ষা’ কর্মসূচির আওতায় মাসিক চাঁদার হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। ‘প্রবাসী’ কর্মসূচিতে মাসিক চাঁদার হার ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। ‘সমতা’ কর্মসূচিতে মাসিক চাঁদা ৫০০ টাকা। এ কর্মসূচিতে সমপরিমাণ অর্থাৎ ৫০০ টাকা করে চাঁদা দেবে সরকার।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal