বরিশাল নিউজ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পিএম আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:০৬ পিএম
বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর আগে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে তাঁর প্রার্থিতা বাতিল করেছিল।
সোমবার বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সাদিকের রিট শুনানি শেষে প্রার্থিতা বৈধতার আদেশ দেন।
এর ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর তাঁর আর কোনো বাধা থাকলো না।
সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করেন জাহিদ ফারুক। তার অভিযোগ, সাদিক আবদুল্লাহর রয়েছে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব এবং হলফনামায় তিনি সম্পদের তথ্য গোপন করেছেন।
এদিকে জাহিদ ফারুকেরও প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন সাদিক আবদুল্লাহ।
তবে শুনানি শেষে ১৫ ডিসেম্বর সিইসির নেতৃত্বে অন্যান্য কমিশনাররা সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করে দেন। টিকে থাকে জাহিদ ফারুকের মনোনয়নপত্র।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পাওয়ায় বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হন সাদিক আবদুল্লাহ। বরিশাল সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত আসনটিতে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
গত জুনে অনুষ্ঠিত হওয়া বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন সাদিক আব্দুল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন