বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১২:১০ পিএম আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম
শরিফুল ৬.২ ওভার বল করে রান দিয়েছেন ৩৪। মেইডেন ওভার পেয়েছেন একটি। উইকেট পেয়েছেন ২টি।
আফগানিস্তানের স্কোর: ১৫৬/১০
মিরাজ মুজিবুরকে ফিরিয়ে নিজে দখল করলেন ৩ উইকেট। মুজিবুর করেছেন ৪ বলে ১ রান। আফগানদের স্কোর ১৫৬/৯।
মেহেদী মিরাজ আফগান ত্রাস মোহাম্মাদ নবীকে ফেরালেন মাত্র ৯ রানে। নবী খেলেছিলেন মাত্র ২ ওভার। আফগানিস্তান: ১৫০/৭
৩০ তম ওভারে তাসকিনকে আবার আনলেন সাকিব। ২৯.৬ ওভারে তাসকিন ফেরালেন নবীকে। পেলেন নিজের প্রথম উইকেট। আফগানিস্তান: ১২৬/৬
বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান । ২৮.৫ ওভারে সাকিব ফেরালেন জারদানকে। এ পর্যন্ত ৩ ওভার বল করেছেন, নিয়েছেন ৩ উইকেট, রান দিয়েছেন ১৭। জারদান ২৫ বলে করেছেন ৩ চার, ১ ছয়ে ২২ রান।
মিরাজ, মুস্তাফিজে মোট ৪ উইকেট
গুরবাজকে আর ফিফটি করতে দিলেন না মুস্তাফিজ। দলের ৫০ পাড় হওয়ার আগে আফগানিস্তানের প্রথম উইকেট নেন সাকিব। এবার ওপেনার গুরবাজকে ব্যক্তিগত ৪৭ রানে আউট করলেন মুস্তাফিজ। পড়ল দলের ৪ উইকেট। স্কোর: ১১২/৪। গুরবাজ করলেন ৬২ বলে ৪৭ রান।
আফগান অধিনায়ককে ফেরালেন মিরাজ
হাসমাতুল্লাহ শহীদী। আফগান অধিনায়ক। ৩৮ বলে ২ চারে করেছেন ১৮ রান। দলের ২ উইকেট নেই। সে চাপেই পিষ্ট আফগান অধিনায়ক।
তাই মারতে গিয়ে দিলেন ক্যাচ। হৃদয় দিলেন জুটি ভেঙে।
এবারও সাকিব
আফগানিস্তানের ব্যাটসম্যান রহমত শাহ। সাকিবের বলে ক্যাচ গেছে কাভারে। লিটন দাস সেখানে ভুল করেননি। সাকিব পেলেন দ্বিতীয় উইকেট। বাংলাদেশেরও দ্বিতীয় উইকেট।
রহমত শাহ করেছেন ২৫ বলে ১ চারে ১৮ রান।
স্কোর:১৫.১। আফগানিস্তান: ৮৩/২
৪৭ রানের জুটি ভাঙলেন সাকিব
ইব্রাহিম- গুরবাজে টেনশন বাড়ছিল বাংলাদেশে। নবম ওভারে এসে টেনশন ফ্রি করলেন অধিনায়ক। নিজের ২য় ওভারে সাকিব এনে দিলেন বাংলাদেশের ১ম উইকেট।
৮.২ ওভারে সাকিবের বলে আউট হলেন ইবরাহিম। ক্যাচ ধরেছেন তানজিদ হাসান তামিম। ইবরাহিম ২৫ বল খেলে করেছেন ২২ রান, এরমধ্যে ৪ ছিল ৩টি, ৬ একটি। আফগানিস্তানের স্কোর: ৪৭/১।
আর প্রথম পাওয়ারপ্লেতে ৫০ রান তুলতে ১ উইকেট হারিয়েছে আফগানিস্তান।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন