বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন,রবিবার পর্যন্ত মোট এক লাখ ৬৭ হাজার ই-রিটার্ন দাখিল হয়েছে।
শের ই বাংলা নগরে এনবিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ তথ্য জানান। ‘আয়কর তথ্য-সেবা মাস-২০০৪’ উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আরো বলেন, “কর্মদিবসে গড়ে প্রতিদিন ৮ হাজার করে দাখিল হচ্ছে। এটা শুরুর দিকে ৫০০, ১ হাজার, ২ হাজার ছিল। শেষের দিকে প্রতিদিন ৫০ হাজার, ১ লাখ হলেও আমরা অবাক হব না।’
এনবিআর জানায়, দেশজুড়ে ৮৬৯টি সার্কেলের করদাতাদের ৪১টি কর অঞ্চলে সেবা বুথ স্থাপনের মাধ্যমে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণের সেবা প্রদান করা হবে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান বলেন, আয়কর তথ্যসেবা মাসের সার্বিক কাজে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ উদ্দেশ্য পূরণকল্পে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের অন্য সকল করদাতাদের অনলাইনে ই-রিটার্ন ও আয়কর দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
জাতীয়ভাবে আয়কর দিবস পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। এ সময় প্রশ্ন রাখা হয় বর্তমানে ৩০ নভেম্বর আয়কর দিবস রয়েছে, সেটা কি থাকবে না? এর জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটা আসলে ট্যাক্স ডে। মানে ওই দিন লাস্ট ডেট, ওইভাবে আইনে এসেছে। এটা হয়তো আমরা রিভিজিট করতে পারি।’
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা ক্যাবিনেটে চিঠি পাঠাব, কোনো একটা দিবস ঠিক করে। এটা ৩০ নভেম্বর হতে হবে তা নয়। এটা আমাদের নতুন আইন পাস হয়েছে, সেই ডেটে হতে পারে। অথবা ৮৪ সালের অধ্যাদেশ যেদিন হয়েছে, সেদিন হতে পারে। এটা চিন্তাভাবনা করে সরকারিভাবে ঘোষণা করব আয়কর দিবস। ওই দিবসে যাতে করে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, সেই উদ্যোগ নেব।’
আবদুর রহমান খান বলেন, ‘৩০ নভেম্বর কর রিটার্ন দাখিলের শেষ দিনে আমরা প্রচণ্ড ব্যস্ত। সেদিন যদি এ রকম উৎসবের আয়োজন করি, সেটা ঠিক হয় না। আমার মনে হয়, আমরা নতুন করে চিন্তা করতে পারি। যেহেতু, রাষ্ট্রীয়ভাবে দিবস ঘোষণা করে পালন করার ব্যাপার আছে, সে ক্ষেত্রে আমরা এটা পৃথক করতে পারি।’
অনলাইনে রিটার্ন ও চালান দাখিলের প্রচারণায় কিছু মোবাইল কোম্পানি সরকারকে সহযোগিতা করতে চায় বলে জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। ‘তিনি বলেন, কিছু কিছু কোম্পানি অফার করেছে, তারা ফ্রি ডেটা দেবে। আমরা সেটা গ্রহণ করব। আমরা আশা করব, অন্যরাও এভাবে ফ্রি দেবে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪
Developed By NextBarisal
মন্তব্য লিখুন