Advertise top
অর্থনীতি

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

বরিশাল নিউজ

প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৩, ০১:০৮ পিএম    

ঝাঁকে ঝাঁকে ধরা পড়�

 

বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা জানাচ্ছেন পটুয়াখালীর জেলেরা। দারুন খুশি জেলেরা এসব ইলিশ নিয়ে ছুটে যাচ্ছেন মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরে।

 

অমাবশ্যা এবং পূণিমার জো’তে সাধারণত ইলিশ বেশি ধারা পড়ে। তাই গত দুই দিনে সাগর থেকে বেশি ইলিশ ধরা পড়ছে। আর এই ইলিশের পরিমাণ বাড়ায় পটুয়াখালী উপকূলের কুয়াকাটা, মহিপুর, আলীপুর, খালগোড়া এলাকার আড়তগুলো কেনা-বেচা জমে উঠেছে দারুনভাবে।

 

এ কারনে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম হিসেবে পরিচিত মহিপুর ও আলীপুর মৎস্য বন্দরের আড়তগুলো ইলিশে ভরে উঠছে।

 

কলাপাড়া সিনিয়র ফিসারি অফিসার অপু সাহা জানিয়েছেন, বুধবার ১২ থেকে ১৫টি ট্রলারে যে ইলিশ এসেছে তা দুই কোটি টাকারও বেশি দামে বিক্রি করেছেন ট্রলার মাঝিরা।  

 

মহিপুর মৎস্য আড়ৎ সমিতির নেতা ও ইউপি চেয়ারম্যান ফজলু গাজী জানান, শতকরা ১৫ থেকে ২০ ট্রলারে কমবেশি ইলিশ পাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে পেছনের লোকসান কাটিয়ে ভালো ব্যবসা করা যাবে।

 

মাছের আড়তদাররা জানিয়েছেন, ৮০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৪৭-৪৮ হাজার টাকা মন দরে। আর এর উপরে এক কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশের মন বিক্রি হচ্ছে ৬০-৬১ হাজার কেজি দরে।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৪

Developed By NextBarisal