বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
মিনিসো বাংলাদেশ চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত মিনিসো গ্লোবাল কনফারেন্সের ১০ম আসরে ২০২৩ সালে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অ্যাওয়ার্ড অর্জন করেছে। এই আন্তর্জাতিক ইভেন্টে ১০০টির বেশি দেশ থেকে ৩০০০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মিনিসো বাংলাদেশের পক্ষে এই ইভেন্টে উপস্থিত ছিলেন তিন পরিচালক শাহ্ আদিব চৌধুরী, শাহ্ রাইদ চৌধুরী ও চৌধুরী আসিফুজ্জামান। মিনিসো গ্লোবাল কনফারেন্স কর্তৃপক্ষ তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়।
২০১৩ সালে মিনিসো চীন আর জাপানের টোকিওতে যাত্রা শুরু করে। এর মালিক চীনা উদ্যোক্তা গুওফু ইয়ে। রপ্তানীমুখী পোশাক খাতের অন্যতম র্শীষস্থানীয় শিল্পগোষ্ঠী ইভিন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিনিসো বাংলাদেশ লিমিটেড মিনিসোর অনুমোদিত কান্ট্রি ফ্র্যাঞ্চাইজি।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৫
Developed By NextBarisal
মন্তব্য লিখুন