উজিরপুর পৌরসভায় ৩৬ জনের মনোনয়ন পত্র দাখিল
উজিরপুর পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা সহকারী রির্টানিং অফিসার আলিমুদ্দীনের নিকট মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৯, সাধারণ ওয়ার্ড ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকের মনোনিত মোঃ গিয়াস উদ্দিন বেপারী সকাল ১১টায় তার মনোনয়ন পত্র দাখিল করেন।
বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী শহিদুল ইসলাম খান বিকেল ৩টায় সহকারী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাখা মার্কার মেয়র প্রার্থী কাজী শহিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেন।
সংরক্ষিত ১ নং ওয়ার্ডে ৩ জন ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ।
সাধারণ ১ নং ওয়ার্ডে মোঃ ফরিদ হোসেন হাওলাদার, হেমায়েত উদ্দিন খলিফা, ৩ নং ওয়ার্ডে নয়ন হাওলাদার, ৪ নং ওয়ার্ডে নাজমুল হাসান, কামর্বল ইসলাম ফকির, ৫ নং ওয়ার্ডের মোঃ চাঁনমিয়া, মজিবুর রহমান, কবির হোসেন, ৮ নং ওয়ার্ডে মোঃ মিজান খলিফা, খায়র্বল আলম, মোঃ জাকির হোসেন আবু খান সহ ৯টি ওয়ার্ডে ২৪ জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।
পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯শত ২৪ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৯শত ৮৮, মহিলা ৫ হাজার ৯ শত ৩৬ জন।
উপজেলা সহকারী রির্টানিং অফিসার আলিমুদ্দীন জানান আগামী ৩ ডিসেম্বর বরিশাল জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র যাছাই-বাছাই করা হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে ।
বরিশাল নিউজ/ উজিরপুর