বরিশালে একুশের কর্মসূচি

বরিশাল নিউজ।। মহান শহিদ দিবস উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন দিনভর নানা কর্মসূচির আয়োজন করেছে।
এর মধ্যে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হবে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, প্রত্যুষ হতে শহিদ মিনারে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানের পুস্পস্তবক অর্পণ , অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, শহিদ মিনার চত্বরে বিকাল তিনটায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৪টায় দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রয়েছে অশ্বিনী কুমার হলে আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
আ্ওয়ামী লীগ জেলা ও মহানগর শহিদ বেদীতে রাত ১২-০১ মিনিটে পুষ্পার্ঘ অর্পন করবে। জেলা বিএনপি প্রথম প্রহরে,মহানগর বিএনপি সকাল সাড়ে ৮টায় পুষ্পাঘ্য অর্পন করবে।
আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব বুধবার রাত ১০ টায় আলোচনা সভা শেষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহযোগিতায় ভাষা শহিদদের স্মরণে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বুধবার বিকালে এর উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। প্রদর্শনী চলবে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।
বরিশাল নিউজ/এমএম হাসান