জিম্বাবুয়ের কাছে ওয়ানডেতে হারলো বাংলাদেশ
জিম্বাবুয়ের দুই সেঞ্চুরিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে কাইয়ার ১১০ ও রাজার অপরাজিত ১৩৫ রানের উপর ভর করে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ।
জয়ের জন্য ৩০৪ রানের টার্গেট নিয়ে প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে।
প্রথম ওভারের শেষ বলে জিম্বাবুয়ের চাকাবভাকে ২ রানে শিকার করেন মুস্তাফিজ। পরের ওভারে আরেক ওপেনার তারিসাই মুসাকান্দাকে ৪ রানে বিদায় দেন শরিফুল। শুরুর ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধভেরে। ৬৮ বলে ৫৬ রানের জুটি গড়েছিলেন তারা। মাধভেরে রান আউট হলে জুটিতে ভাঙ্গন ধরে। ২৭ বলে ১৯ রান করেন মাধভেরে। ১৪তম ওভারে দলীয় ৬২ রানে তৃতীয় উইকেট পতনের পর জিম্বাবুয়ের হাল ধরেন কাইয়া ও রাজা। চতুর্থ উইকেটে ১৭২ বলে ১৯২ রানের ম্যাচজয়ী জুটি গড়েন তারা।
আর পরে ১০ বল বাকী রেখে ৩০৪ রানের টার্গেট স্পর্শ জিম্বাবুয়ে।
আগামী ৭ আগস্ট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
ফল : জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।
বরিশালনিউজ/ ডেস্ক নিউজ