অ্যান্টিগা টেস্ট: ২৬৫ রানে আটকে দিল ওয়েস্ট ইন্ডিজকে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। এদিন দারুণ পারফর্ম করেন বোলাররা।
এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে করেছে ৫০ রান। এখন পিছিয়ে আছে ১১২ রানে।
দ্বিতীয় দিনের ল্যাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে করেছিলো ১৫৯ রান।
বিরতির পর বাংলাদেশের বোলাররা সাফল্যের মুখ দেখতে থাকেন। খালেদ, মেহেদী মিরাজ, এবাদত ফেলতে থাকেন উইকেট।
২৬৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
মেহেদী মিরাজ ৫৯ রানে ৪টি, খালেদ ও এবাদত দুইটি করে এবং সাকিব ও মুস্তাফিজ একটি করে উইকেট পান।
১৬২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তামিম ও মিরাজের উইকেট হারিয়ে ৫০ রান করে দ্বিতীয় দিন পার করেছে বাংলাদেশ।
জয় ১৮ এবং শান্ত ৮ রানে অপারাজিত আছেন।
বরিশালনিউজ/ ডেস্ক নিউজ