বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১২:১১
বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার, ১৬ নভেম্বর থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪ নভেম্বর চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ নভেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এরফলে আগামী বৃহস্পতিবার, ১৬ নভেম্বর থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
সভায় জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩
Developed By NextBarisal
মন্তব্য লিখুন