Advertise top
ধর্ম

জমাদিউল আউয়াল মাস শুরু ১৬ নভেম্বর

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১২:১১

পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা শুরু ১৬ নভেম্বর থেকে
ইসলামিক ফাউন্ডেশন লোগো

 

বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার, ১৬ নভেম্বর থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪ নভেম্বর চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

 

সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ নভেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে। এরফলে আগামী বৃহস্পতিবার, ১৬ নভেম্বর থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাস গণনা করা হবে। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

 

সভায় জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩

Developed By NextBarisal