Advertise top
বরিশাল

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

বরিশাল নিউজ, বরগুনা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১০

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর

 

 

বরগুনার পাথরঘাটায় সোমবার, ১৮ সেপ্টেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন শাকিব, তানভীর ও রাকিব। এদের মধ্যে শাকিব ও তানভীর সম্পর্কে খালাতো ভাই। তাদের সবার বাড়ি কাকচিড়া ইউনিয়নে।

 

কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু জানান, স্থানীয় লেমুয়া বাজারে খেলা দেখে ৩ জন একটি মোটরসাইকেলে করে কাকচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সংগ্রাম অফিসের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তারা গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। সত্ব © বরিশাল নিউজ ২০২৩

Developed By NextBarisal