কীর্তনখোলায় রোটারীর মৎস্য অবমুক্ত
বরিশাল নিউজ।। রোটারী ক্লাব বরিশাল মিড টাউন এর পক্ষ থেকে কির্তনখোলা নদীতে মাছ অবমুক্ত করা হয়।
জেলা প্রশাসক ঘাট সংলগ্ম স্থানে মঙ্গলবার ,২৮ই জুলাই রোটারী ইন্টারন্যাশনাল এর সার্ভিস প্রকল্পের আওতায় এ কর্মসূচী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রিজন চেয়ার মাহতাব উদ্দিন আল-মাহমুদ, হান্নান মল্লিক,ডেপুটি ডিষ্টিক সেক্রেটারী জুয়েল কবির শাহিন, শফিকুল ইসলাম চুন্নু, রেজিন উল-কবীর, প্রেসিডেন্ট মাহমুদুল করিম চৌধূরী হাসনাইন,রোটাঃ আনোয়ারুল হক সাব্বির, প্রেসিডেন্ট হালিম ভূইয়া, রোটাঃ শওকত আকবর, সেক্রেটারী কাজী আল-মামুন।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার