বাংলাদেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ৩০০৯
বরিশাল নিউজ।। বাংলাদেশে ২৮ জুলাই করোনায় মারা গেছেন আরও ৩৫ জন। শনাক্ত হয়েছেন ৩০০৯।
এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৩৫ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩২ হাজার ১৯৪ জনে।
করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বুধবার ,২৯ জুলাই এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম খুলনা ও সিলেট, রাজশাহী, রংপুর বিভাগে দুইজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা যাওয়া তিন হাজার ৩৫ জনের মধ্যে ২৩৮৮ জন পুরুষ, ৬৪৭ জন নারী।
বরিশাল নিউজ/ ডেস্ক নিউজ