পদ্মা সেতু: বিআরটিসির বাস আসছে বরিশাল
পদ্মা সেতু দিয়ে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। এতে এসি ও নন এসি দুই ধরণেই বাস থাকবে।
তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোন কোন রুটে বাস চলবে এবং কতটি বাস চলবে তা এখনও নির্ধারণ করা হয়নি। তাদের ইচ্ছা যে সব জেলায় বিআরটিসির বাস নেই সেখানেও বাস চালানোর।
এ বিষয়ে ঢাকার মতিঝিলে সংস্থার প্রধান কার্যালয়ে রবিবার,১৯ জুন বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিআরটিসি ডিপো প্রধানরাও উপস্থিত থাকবেন।
বর্তমানে ফেরিতে ঢাকা থেকে খুলনা ও যশোর রুটে ১৬ থেকে ১৭টি বাস চলাচল করে। আর বরিশাল থেকে মাদারীপুরের কাওড়াকান্দি পর্যন্ত ১৫টি বাস চলাচল করছে। এগুলো ফেরি পার হয়ে ঢাকায় যায় না।
বরিশালনিউজ/ ডেস্ক নিউজ