বরিশালে ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে উন্নয়ন মেলা । ঢাকা থেকে ভিডিও কনফারেন্স করে বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান মঙ্গলবার বিকালে তার সম্মেলন কক্ষে উন্নয়ন মেলা সম্পর্কে প্রেসব্রিফিং করেন।এ সময় তিনি বলেন,বরিশালকে বাদ দিয়ে আমার কোন চিন্তা নেই। বরিশালবাসী যেমন চায় ভোলা থেকে বরিশালে গ্যাস আসবে,বরিশালের উপরথেকে রেল লাইন পায়রা বন্দর পর্যন্ত যাবে,রাস্তাগুলো ফোর লেন হবে সেসব কিছুই বরিশালের উন্নয়নের তালিকায় রাখা হয়েছে। পাঁচ বছর পর ‘বরিশালকে কেমন দেখতে চাই’ উন্নয়ন মেলায় বরিশালের সেই ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হবে বলেন জেলা প্রশাসক।
সকালে উদ্বোধনের পর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর দুইটা থেকে। চলবে রাত নয়টা পর্যন্ত।
মেলায় সরকারি-বেসরকারি ১৫০টি স্টল থাকবে। মেলায় রয়েছে লাঠিখেলা , বৌচি ও হাড়িভাঙা খেলা। শিশুদের চিত্রাংকন ও বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও সেমিনার । এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।
বরিশাল নিউজ/এমএম হাসান