বঙ্গভবনে শপথ নিলেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই শপথ পাঠ করনো হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী। কে কোন দায়িত্ব পাবেন তা পরে জানা যাবে।
বরিশাল নিউজ ডেস্ক