November 30, 2022

৩ বছরেও শেষ হয়নি বাবুগঞ্জে গার্ডার ব্রিজ নির্মান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও চাদপাশা দুই ইউনিয়নের গার্ডার ব্রিজের নির্মান শুরু হয়েছিল ৩ বছর আগে। এখনও তা শেষ হয়নি।

নোমর হাট এলাকার রাজার ব্যার খালের ওপর নির্মাণাধীন ব্রিজটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৬৭,৯৮১ টাকা।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরসিসি গার্ডার ব্রিজের কাজ পান বরিশালের মেসার্স রূপালী কনেষ্ট্রাকশন।

৩ বছরেও শেষ হয়নি বাবুগঞ্জে গার্ডার ব্রিজ নির্মান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ও চাদপাশা দুই ইউনিয়নের গার্ডার ব্রিজের নির্মান শুরু হয়েছিল ৩ বছর আগে। এখনও তা শেষ হয়নি। নোমর হাট এলাকার রাজার ব্যার খালের ওপর নির্মাণাধীন ব্রিজটি নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৬৭,৯৮১ টাকা। উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরসিসি গার্ডার ব্রিজের কাজ পান বরিশালের মেসার্স রূপালী কনেষ্ট্রাকশন। স্থানীয় মোঃ মনির হোসেন বলেন, হঠাৎ করে একদিন ঠিকাদারের লোক এসে পুরাতন ব্রিজটি ভাঙ্গা শুরু করে, ভাঙ্গার কারন জানতে চাইলে বলে নতুন ব্রিজ হবে। এতে দুই ইউনিয়নের মানুষ খুব খুশি হয়। কারন এটাকে দুই ইউনিয়নের সংযোগ সেতু বলা হয়। এ ব্রিজ দিয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচল। এ ব্রিজ ব্যবহার করে আমরা চাদপাশা ইউনিয়নের মানুষ রহমতপুর ইউনিয়নে তথা উপজেলা সদরে ও জেলা শহরে চলাচল করি। কাজ শুরুর তিন বছর অতিক্রম হলেও অদৃশ্য কারনে ব্রিজের নির্মান কাজ শেষ হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এলজিইডির বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, আগের ডিজাইন পরিবর্তন করা হয়েছে, এ কারনে সময় লাগছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মান কাজ শেষ হবে বলেন তিনি। বরিশালনিউজ/ বাবুগঞ্জ

স্থানীয় মোঃ মনির হোসেন বলেন,  হঠাৎ করে একদিন ঠিকাদারের লোক এসে পুরাতন ব্রিজটি ভাঙ্গা শুরু করে, ভাঙ্গার কারন জানতে চাইলে বলে নতুন ব্রিজ হবে। এতে দুই ইউনিয়নের মানুষ খুব খুশি হয়। কারন এটাকে দুই ইউনিয়নের সংযোগ সেতু বলা হয়। এ ব্রিজ দিয়ে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচল। এ ব্রিজ ব্যবহার করে আমরা চাদপাশা ইউনিয়নের মানুষ রহমতপুর ইউনিয়নে তথা উপজেলা সদরে ও জেলা শহরে চলাচল করি। কাজ শুরুর তিন বছর অতিক্রম হলেও অদৃশ্য কারনে ব্রিজের নির্মান কাজ শেষ হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

এলজিইডির বাবুগঞ্জ  উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম  জানান, আগের ডিজাইন পরিবর্তন করা হয়েছে, এ কারনে সময় লাগছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে ব্রিজটির নির্মান কাজ শেষ হবে বলেন তিনি।

বরিশালনিউজ/ বাবুগঞ্জ