ইংল্যান্ড- বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজে ডেবিড মালানের সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেট জয়ী হয়েছে ইংল্যান্ড। ১৪৫ বলে ১১৪ রান করেন এই বাঁহাতি। ১৩৪ বলে সেঞ্চুরি করেন তিনি। ৬টি চার ও ৪টি ছয়ে তার ইনিংসটি সাজানো ছিল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। ২ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
স্কোর: বাংলাদেশ: ২০৯/১০ (৪৭.২ ওভার)
ইংল্যান্ড: ২১২/৭ (৪৮.৪ ওভার)
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
টস
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, ও মার্ক উড।
বরিশাল নিউজ/ ডেস্ক রিপোর্ট