শিক্ষা জাতীয়করন, সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মতো বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া, ও চিকিৎসা ভাতা সহ ১১দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচী শেষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল মালেক।প্রধান অতিথি ছিলেন কমিটির বিভাগীয় সমন্বয়কারী ও বাকশিসের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, আব্দুল খালেক, জলিলুর রহমান, এ.কে.এম হারুন অর রশিদ প্রমুখ।
মানববন্ধনে একই দাবিতে আগামী ২২ জানুয়ারি থেকে বেসরকারি সকল শিক্ষ প্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট পালন করার কর্মসূচি ঘোষণা করেন তারা।
বরিশাল নিউজ/এমএম হাসান