বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযানের সময় জেলেদের হামলার শিকার হয়েছেন নৌপুলিশের ওসি ও কনস্টেবলসহ ১৬ জন।
নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে সহ গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নং সবুজ সরকারের মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে শুক্রবার, ১০ মার্চ সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চলাকালীন সময় এই হামলার ঘটনা ঘটে।
আহত নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে বলেন, “অভয়াশ্রম অভিযানে ঘটনাস্থলে গেলে সংঘবদ্ধ জেলেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তারা বাঁশের লাটি দিয়ে আমাদের পিটাতে থাকে। তখন নিজেদের জীবন রক্ষার্থে ৭ রাউন্ড ফাকা গুলি করি।”
হিজলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করতে যায়। তাদের বাধা প্রধান করলে প্রায়ই হামলার শিকার হতে হয়।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার বলেন সরকারের সম্পদ রক্ষা করতে গিয়ে প্রশাসন হামলা শিকার হয়েছে। যারা এ হামলার সাথে জড়িত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।
বরিশাল নিউজ/ হিজলা