ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতলো সফরকারী শ্রীলংকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ৭৯ রানের ব্যবধানে হারায় লংকানরা। টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ২২১ রানে অলআউট হয় লংকানরা। জবাবে পেসার শেহান মাদুশানকার হ্যাট্টিকে ৪১ দশমিক ১ ওভারে মাত্র ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
শ্রীলংকা ব্যাটিং ইনিংস :
দানুসকা গুনাথিলাকা ক তামিম ব মিরাজ ৬
উপুল থারাঙ্গা বোল্ড ব মুস্তাফিজ ৫৬
কুসল মেন্ডিজ ক মাহমুদুল্লাহ ব মাশরাফি ২৮
নিরোশান ডিকবেলা ক সাব্বির ব সাইফউদ্দিন ৪২
দিনেশ চান্ডিমাল বোল্ড ব রুবেল ৪৫
থিসারা পেরেরা ক তামিম ব রুবেল ২
আসেলা গুনারতেœ এলবিডব্লু ব রুবেল ৬
আকিলা ধনানঞ্জয়া ক মিথুন ব মুস্তাফিজ ১৭
শেহান মাদুশানকা বোল্ড ব রুবেল ৭
সুরঙ্গ লাকমাল রান আউট (মুশফিক) ২
দুসমন্ত চামিরা অপরাজিত ১
অতিরিক্ত (লেবা-৫,নোব-২,ও-২) ৯
মোট (৫০ ওভার, অলআউট) ২২১
উইকেট পতন: ১/৮ (গুনাথিলাকা), ২/৪২ (মেন্ডিস), ৩/১১৩ (ডিকবেলা), ৪/১৫৮ (থারাঙ্গা), ৫/১৬৩ (পেরেরা), ৬/১৮২ (গুনারতেœ), ৭/২০৯ (চান্ডিমাল), ৮/২১৭ (ধনানঞ্জয়া), ৯/২১৯ (মাদুশানকা), ১০/২২১ (লাকমল)।
বাংলাদেশ বোলিং ইনিংস :
মিরাজ : ১০-০-৫৩-১,
মাশরাফি : ৭-০-৩৫-১ (ও-১),
মুস্তাফিজ : ১০-০-২৯-২ (ও-১, নো-১),
মাহমুদুল্লাহ : ৪-০-১৮-০,
সাইফউদ্দিন : ৪-০-১৫-১,
সাকিব : ৫-০-২০-০,
রুবেল : ১০-০-৪৬-৪ (নো-১)।
বাংলাদেশ ব্যাটিং ইনিংস :
তামিম ইকবাল ক ধনানঞ্জয়া ব চামিরা ৩
মোহাম্মদ মিথুন রান আউট (পেরেরা) ১০
সাব্বির রহমান ক গুনারতেœ ব চামিরা ২
মুশফিকুর রহিম ক থারাঙ্গা ব ধনানঞ্জয়া ২২
মাহমুদুল্লাহ রিয়াদ ক থারাঙ্গা ব মাদুশানকা ৭৬
মেহেদি হাসান মিরাজ ক এন্ড ব ধনানঞ্জয়া ৫
মোহাম্মদ সাইফউদ্দিন রান আউট (গুনারতেœ) ৮
মাশরাফি বিন মর্তুজা ক মেন্ডিস ব মাদুশানকা ৫
রুবেল হোসেন বোল্ড ব মাদুশানকা ০
মুস্তাফিজুর রহমান অপরাজিত ০
সাকিব আল হাসান আহত
অতিরিক্ত (বা-১, লে বা-৪, ও-৬) ১১
মোট (অলআউট, ৪১.১ ওভার) ১৪২
উইকেট পতন : ১/১১ (তামিম), ১/১৭ (মিথুন), ৩/২২ (সাব্বির), ৪/৮০ (মুশফিকুর), ৫/৯০ (মিরাজ), ৬/১২৭ (সাইফউদ্দিন), ৭/১৪১ (মাশরাফি), ৮/১৪১ (রুবেল), ৯/১৪২ (মাহমুদুল্লাহ)।
শ্রীলংকা বোলিং :
লাকমল : ৯-২-২৯-০,
চামিরা : ৮-১-১৭-২ (ও-১),
পেরেরা : ৭-০-৩১-০,
মাদুশানকা : ৬.১-১-২৬-৩ (ও-২),
ধনানঞ্জয়া : ৯-০-৩০-২ (ও-২),
গুনাথিলাকা : ২-১-৪-০ (ও-১)।
ফল : শ্রীলংকা ৭৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : উপুল থারাঙ্গা (শ্রীলংকা)।
টুর্নামেন্ট সেরা : থিসারা পেরেরা (শ্রীলংকা)।
শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। যেখানে তিনটি দলের মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। বিস্তারিত