সারা দেশের মতো বরিশালেও বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সফল উৎক্ষেপন উপলক্ষে আতশবাজি ফুটিয় উৎসব করেছে জেলা প্রশাসন। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে রাত সাড়ে সাতটায় এই উৎসবের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুবর রহমান। অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলামসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর বিভিন্ন শ্রেনীপেশার মানুষ এই উৎসবে যোগ দেন।
বরিশাল নিউজ/ এমএম হাসান