স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) ড. মো. হারুন-অর রশিদ বিশ্বাস বলেছেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরা বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের স্মার্ট হতে হবে।
দেশের প্রত্যেক নাগরিককে স্মার্ট হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সর্বপ্রথম দেশের যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দিয়েছেন। একদিন দেশের একটি রাজনৈতিক দল মনে করতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের মতো ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তেমনি দেশের অর্থে পদ্মা সেতু কোনদিনও আলোর মুখ দেখবে না। মেট্রোরেল তা বিদেশেই সম্ভব। আজ ওই রাজনৈতিক দলের নেতারা বঙ্গবন্ধু কন্যার দুরদর্শী সাহসিকতায় সকল প্রকল্পের কাজ সফল দেখে দিশেহারা হয়ে পরেছেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ঠাকুরমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বরিশাল নিউজ/ বাবুগঞ্জ