বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটি বুধবার, ৪ জানুয়ারি নগরীতে আনন্দ র্যালি করেছে।
নবগঠিত এই কমিটির মহানগর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মসিউর রহমান মঞ্জু, সদস্য সচিব খান মোঃ আনোয়ার, জেলা নবগঠিত আহবায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব কামরুল আহসান ও জেলা স্বেচ্ছাসেবকদল ১ নং যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ র্যালিতে অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে মহানগর নবগঠিত আহবায়ক মসিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, নবগঠিত জেলা আহবায়ক রফিকুল ইসলাম জনি, মহানগর সদস্য সচিব খান মোঃ আনোয়ার, জেলা সদস্য সচিব কামরুল আহসান সহ অন্যরা।
বরিশাল নিউজ/ স্টাফ রিপোর্টার