প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ ফেব্রুয়ারি বরিশাল সফরে আসছেন। বরিশালের বাকেরগঞ্জে ‘শেখ হাসিনা সেনানিবাস’ এর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কথা জানিয়ে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, সেনানিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী ওইদিন বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন।
বরিশাল নিউজ/এমএম হাসান