বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিকালে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রায় সম্পর্কে বলেন,আদালতের রায়ে আমাদের কিছু করার নেই। কিন্তু অন্যায় করলে যে শান্তি পেতে হয় সেটা আজকে প্রমাণিত ।
তিনি বলেন, এতিমের জন্য বিদেশ থেকে টাকা এসেছে। সে টাকা এতিমের কাছে চলে যাওযার কথা, তাদের কাছে কেন থাকবে।
প্রধানমন্ত্রী বলেন, এতিমের টাকা মেরে আজকে ধরা পড়ে গেছে । এতিমের সম্পদ মেরে খেলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনও দেন, সেই শাস্তি আজ খালেদা ও তারেক জিয়া পেয়েছে। লজ্জা থাকলে জীবনে আর লুটপাট ও দুর্নীতি করবে না তারা।
মানুষের ওপর অত্যাচার করলে ‘আল্লাহর আরশও’ কেঁপে যায় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, তার বিচার এমনিই হয়। সেই বিচারই হচ্ছে।”
বরিশাল নিউজ/এমএম হাসান