স্কুল ছাত্র আবু সালেহ্ এর হত্যাকারী হৃদয়কে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টায় কালিজিরা ব্রিজ থেকে গোপন সংবাদের বিত্তিতে তাকে আটক করেন বরিশাল কোতয়ালী মডেল থানার এস আই মহিউদ্দিন ও সঙ্গিয় ফোর্স । হৃদয়কে আটকের পরে তার স্বীকোরক্তি অনুযায়ী হত্যা মামলার ৩ নং এজাহার ভুক্ত আসামী দেলোয়ার মৃধার বাসা তল্লাশি করে হত্যাকান্ডে ব্যাবহারিত লোহার স্যাপলটি উদ্ধার করা হয়েছে।
নগরীর রূপাতলী এলাকায় সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধকে কেন্দ্র করে শের-ই-বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ’র ওপর হামলা চালায় একই এলাকার সন্ত্রারাসী হৃদয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলো হত্যাকারী হৃদয়।