বরিশাল ডিসি অফিসের বারান্দা থেকে রবিবার বেলা ১১ টার দিকে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) রিয়াজ নামের এক যুবককে আটক করে। এ সময় ডিসি কোর্ট কম্পাউন্ডে থাকা লোকজন এগিয়ে এসে রিয়াজকে ছাড়িয়ে রাখার চেষ্টা করেও তাকে ডিবির হাত থেকে রক্ষা করতে পারেনি। লোকজনের বাধার মুখে কোন সাক্ষী ছাড়াই মাইক্রোবাস নিয়ে স্থান ত্যাগ করে ডিবি ।
ডিবির এস আই আশিষ পাল জানান রিয়াজের কাছে ১শত পিচ ইয়াবা পাওয়া গেছে। এসময় আটক রিয়াজ চিৎকার করে জানায় তার কাছে পুলিশ কিছুই পায়নি।
সেখানের লোকজন বলেন,’ রিয়াজসহ আমরা অনেকেই দাড়িয়ে পেপার পড়ছিলাম ।এসময় একটি সাদা মাইক্রোবাস থেকে কয়েক জন ডিবি পুলিশ রিয়াজকে ঠেলতে ঠেলতে ডিসি অফিসের বারান্দা থেকে নিয়ে হাতে হান্ডক্যাফ লাগায় । সেসময় পর্যন্ত পুলিশ রিয়াজের দেহ তল্লাশী করে নাই।’
আটক রিয়াজ ঝালকাঠী কৃর্ষি সমপ্রসারন অফিসে চাকুরী করেন। তার পিতা খায়রুল আলম ডিসি অফিসের মেকানিক্যাল বিভাগের কর্মচারী।
বরিশাল নিউজ/শামীম