
বরিশাল বিএম কলেজ জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-বরিশাল নিউজ
বিএম কলেজ জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি কাওসার হোসেনের সভাপতিত্বে শিৰার্থীরা বলেন- ডিবিসি টেলিভিশনের সাংবাদিক সুমন হাসান পরিচয় দেওয়ার পরও তাকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করা হয়েছে। সাধারণ মানুষ এই পুলিশের কাছে কতটা অসহায় তা আর বলার অপেক্ষা রাখেনা।
তারা নির্যাতনকারী পুলিশ সদস্য ছাড়াও, তাদের হুকুমদাতা উর্ধতন পুলিশ কর্মকর্তাদেও দৃষ্টান্তমূলক শাসি- দাবি করেন। তা না হলে এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন-বরিশাল নিউজ
বরিশাল নিউজ/শামীম