
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে বরিশাল টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশন-বরিশাল নিউজ
ঢাকায় বাংলা টিভির রিপোর্টার ও ক্যামেরাপার্সনের উপর পুলিশের নির্যাতনসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বরিশাল টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশন। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে (সদর রোড) আজ বুধবার বেলা এগারোটার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
সাংবাদিক মুরাদ আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, গোপাল সরকার, রাহাত খান ও বেলায়েত বাবলু প্রমুখ।
বরিশাল নিউজ/এমটি ইসলাম