প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি অফিসগুলোতে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিতের ব্যবস্থা করা হয়েছে। ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে, ছয় মাসব্যাপী ৭৪তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে অংশ নেন ১১টি ভিন্ন ক্যাডারের ৮৯ জন প্রশিক্ষণার্থী। নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদপত্র ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ১৪ বছর আগের বাংলাদেশ আর নেই। তৃণমূল পর্যায়ে উন্নয়নের ধারা পৌঁছেছে। যা অব্যাহত রাখতে মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে নবীন সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
বরিশাল নিউজ/ ডেস্ক রিপোর্ট