‘বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বরিশালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও মেলা শুরু হয়েছে। উদ্বোধনী করেণ প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান।
জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন ক্যাটাগরির ১১টি ষ্টল অংশ গ্রহন করে।
বরিশাল বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবুল কাসেম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন,ডিন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান এ সময় বলেন , ”আমরা যদি সম্মিলিতভাবে সকলে কাজ করি তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে।’
এরআগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বরিশাল নিউজ/শামীম