বরিশাল সতন্ত্র পরীক্ষা কেন্দ্র চালু এবং নিয়মিত ক্লাসের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বরিশাল বিএম কলেজ জিরো পয়েন্টে বুধবার সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়। ছাত্রফ্রন্ট বিএম কলেজ শাখার সভাপতি মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, জেলা ছাত্রফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি সন্তু মিত্র, সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান ও সদস্য অন্বেষা দাস প্রমি প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বরিশাল নিউজ/রাহাত