
বরিশাল নগরীর নগরীর সিএন্ডবি এলাকার ফোরলেন থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে কোতয়ালি মডেল থানা পুলিশ -বরিশাল নিউজ
বরিশাল-ঢাকা মহা সড়কের বরিশাল নগরীর সিএন্ডবি সড়ক থেকে সোমবার অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে ফোরলেন সড়ক চালু করেছে মডেল কোতয়ালি থানা পুলিশ।
কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীনের নেতৃত্বে ও মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ আওলাদ হোসেন মামুনের উপস্থিতিতে নগরীর এক নং সিএন্ডবি পুল এলাকা শুরু করে বরিশাল-ঢাকা মহাসড়ক গ্লোবাল ইউনিভার্সিটি পর্যন্ত শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
ঢাকা-বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা চলাচলের জন্য নগরীর সিএন্ডবি সড়কে ফোরলেন সড়ক স্থাপন করা হয়। সড়কটি নির্মান কাজ শেষ হয়ে গেলেও অজ্ঞাত কারনে ফোরলেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। এরফলে ফোরলেনের ফুটপাত অবৈধ ব্যবসায়ীদের দখলে চলে যায় । এতে যানবাহন চলাচল সহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও ফোরলেন সড়ক দখল করে নির্মান সামগ্রী রেখে বাড়ি নির্মান করার ফলে সড়কটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
অথচ এদিকে নজর ছিলনা সড়ক ও জনপথ বিভাগ এবং বরিশাল সিটি করপোরেশনের। শেষ পর্যন্ত এগিয়ে এসেছে পুলিশ।