নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আজ। কেপটাউনের সাহারা পার্কে বাংলাদেশ সময় রাত ১১টায় শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
সেই লড়াইয়ের আগে নিজেদের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, “আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই।”
জ্যোতিরা দৃঢ় মনোবল নিয়েই মাঠে নামছেন জানিয়ে বলেন, ‘আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি সেটা দেখানোর সুযোগটি নিতে চাই।’
বরিশাল নিউজ/ ডেস্ক নিউজ