বরিশাল নিউজ ডেস্ক।। ২০১৮-১৯ অর্থবছরে ১৩ মন্ত্রণালয়ের স্থানে ১৫টি মন্ত্রণালয়ে শিশু বাজেট অর্ন্তভুক্ত হয়েছে। বরাদ্দ বেড়েছে ৫৫ থেকে ৬৫ হাজার কোটিতে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ প্রতিবছরই বাড়ানো হচ্ছে। ২০১৫-১৬ অর্থবছর থেকে শিশু বাজেট প্রণয়নের মাধ্যমে শিশু উন্নয়নকে জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটের মূলধারায় আনা হয়েছে। ২০২০ সাল নাগাদ শিশুকেন্দ্রিক বাজেট বরাদ্দ মোট বাজেটের ২০ শতাংশে উন্নিত করার পরিকল্পনা রয়েছে।
বাজেট বক্তৃতায় ‘বিকশিত শিশু: সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক বাজেট প্রতিবেদনে শিশু বাজেটকে শিশুবান্ধব বাজেট, শিশু সংবেদী বাজেট বা শিশুমুখী বাজেট হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
বিস্তারিত