সমাজকল্যান মন্ত্রী মো. রাশেদ খান মেনন এমপি ক্রীড়া শিক্ষা বিকাশের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ শিশু সদনে খেলার মাঠ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।
বরিশাল বিভাগে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন শিশু পরিবার সমূহের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন কালে তিনি এই নির্দেশ দেন।
নগরীর দক্ষিণ আলেকান্দা সরকারি শিশু পরিবার (বালক) মাঠে মঙ্গলবার বেলুন-ফেস্টুন এবং পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী মেনন।
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ (সদর) আসনের এমপি জেবুন্নেছা আফরোজ এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন এবং মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের ছয় জেলার ১৪টি শিশু পরিবারের তিন শতাধিক প্রতিযোগী ২৯টি ইভেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছে।
বরিশাল নিউজ/রাহাত