
বাংলাদেশ ভবনের উদ্বোধন করছেন দুই দেশের প্রধানমন্ত্রী। ছবি- বাসস
বরিশাল নিউজ ডেস্ক।। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে আজ শুক্রবার ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী হতে একই মঞ্চে সমবেত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে সমাবর্তন অনুষ্ঠান শেষে শান্তিনিকেতনের পূর্বপল্লিতে নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন তাঁরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য মোদি। তিনি আচার্য হওয়ার পর এটাই তাঁর প্রথম বিশ্বভারতী সফর। তবে শেখ হাসিনা এর আগে বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান ‘দেশিকোত্তম’ গ্রহণ করেছেন।

উদ্বোধনের পর ছবির জন্য দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (মাঝে), ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে) । ছবি- বাসস