লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ৭ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা জড়িত ও তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়। তবে হামলার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’, ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘অনভিপ্রেত’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি।
এদিকে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ওই হামলার ‘নির্দেশদাতা’ বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ব্রিটিশ সরকারের দিকে তাকিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির একাধিক নীতি নির্ধারণী নেতা মনে করছেন দূতাবাসে হামলার ঘটনা খতিয়ে দেখা সে দেশের সরকারের বিষয়। ঘটনাটি নিন্দনীয়। জড়িতদের বিচারে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানানো হবে। বিস্তারিত