বরিশালে কোস্টগার্ড ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মঙ্গলবার পৃথক অভিযানে যাত্রীবাহী লঞ্চ ও বাস থেকে ১৩৫ মণ জাটকা জব্দ করেছে। এ ঘটনায় পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোস্টগার্ড এমভি সাত্তার খান-১, এমভি যাওয়া আসা-২, এমভি জাহিদ-৮ নামক যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৪০ মন জাটকা জব্দ করে।
অপরদিকে বরিশাল র্যাব-৮ আ. রব সেরনিয়াবাদ সেতুর টোলপ্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে ঢাকাগামী সুগন্ধা ও বেপারী নামের দুই যাত্রীবাহী পরিবহন থেকে ৩ হাজার ৮শ ৪০ কেজি (৯৬ মন) জাটকা জব্দ করে।
এই জাটকা পাচারের সঙ্গে জড়িত মো. ওয়াসিম মাঝি (৩৪), মো. জাহাঙ্গীর শরীফ (৩৮), মো. লোকমান ইসলাম (৩২), মো. লিটন হাং (৪৫) ও মো. আসাদ খন্দকার (৪০) নামে পাঁচজনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন।