বরিশাল জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিনা বেগম (২৫) নামে এক গৃহবধুরমৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী শিপন হাওলাদার,তার বাবা ও মাকে আটক করেছে।
পুলিশ জানায়, উজিরপুর সদরের দক্ষিণ মাদারসি এলাকার শিপন হাওলাদারের সাথে প্রায় দেড় বছর আগে গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের আক্কেল আলী সরদারের মেয়ে রিনা বেগমের সামাজিকভাবে বিয়ে হয়।
রিনা বেগমকে রবিবার মধ্যরাতে তার স্বামী শিপন হাওলাদার উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা রিনাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় চিকিৎসকদের মৃত্যু নিয়ে সন্দেহ হলে তারা পুলিশকে ঘটনাটি জানায়।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে রিনাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে শিপনের ব্যবহৃত মোবাইল ফোনে কল আসাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এর কিছুক্ষণ পরেই শিপন তার স্ত্রীকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।
বরিশাল নিউজ/এমএম হাসান