অবৈধ মটরচালিত রিক্সা বন্ধ করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বরিশাল মহানগর রিক্সা,ভ্যান,ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন । অশ্বিনী কুমার হলের সামনে রবিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কাশেম ভাষানী।
মানববন্ধন শেষে মিছিল বরিশাল সিটি কর্পোরেশনের সামনে গিয়ে শেষ হয়। তাদেও দাবির মধ্যে আরো রয়েছে
পায়ে চালিত রিকসা ও ঠেলাগাড়ীর লাইসেন্স প্রদান, রিক্সা,ভ্যান,ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়নের নামে তহবিল গঠন,টোকেন ছাড়া রিক্সা,ভ্যান,ঠেলাগাড়ী চালানো বন্ধ,বহিরাগত রিক্সাচালকদের করপোরেশন থেকে লাইসেন্স গ্রহন ,রিক্সাস্টান্ড দখলমুক্ত করা এবং নির্দিষ্ট এলাকায় মাহেন্দ্র চলাচল।
বরিশাল নিউজ/এমএম হাসান