
সম্মাননা পদক গ্রহন করছেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন
বানারীপাড়ায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনকে ঐতিহ্যবাহী উত্তরকুল পাবলিক লাইব্রেরীর পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে বানারীপাড়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল তার হাতে এ সম্মাননা পদক তুলে দেন। এসময় বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও সুজন মোল্লা,উত্তরকুল পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা ফকির হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এর আগে সাংবাদিক রাহাদ সুমন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টসের মানবাধিকার পদক,বানারীপাড়া এনজিও সমন্বয় পরিষদের বিএনসিসি পদক,শ্রী গুরু সংঘ ও সৃজন বন্ধু সংঘের সম্মাননা পদক পেয়েছেন।
বরিশাল নিউজ/রাহাদ