ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ২১৭ রানের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়ে ক্রেমার বাহিনী। ৩৬.৩ ওভারেই জিম্বাবুয়ের ১০ উইকেট শিকার করে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুল নিল টাইগাররা।
মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানোর পর তামিম ইকবাল ও সাকিব আল হাসান ১০৬ রানের দুর্দান্ত একটি জুটি গড়ে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে তামিম সর্বোচ্চ ৭৬ ও সাকিব ৫১ রানে আউট হওয়ার পর বিপর্যয়ে পড়ে বাংলাদেশ । মাত্র ২৩ রানের মধ্যে পাঁচ উইকেটের পতন ঘটে টাইগারদের। এ সময় আউট হয়েছেন মাহমুদউল্লাহ (২), তামিম, সাব্বির (৬), নাসির (২) ও মাশরাফি (০)। ১৬৭ রানে সাত উইকেট হারানোর পর
মুস্তাফিজ ও সানজামুলের লড়াইয়ে ২১৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। সানজামুল ১৯, মুস্তাফিজ ১৮ ও মুশফিক করেন ১৮ রান।
জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার ২৬ রানে চারটি এবং কাইল জার্ভিস ৪২ রানে তিনটি উইকেট নেন।
বাংলাদেশের দেয়া টার্গেট তাড়া করতে নেমে ১৯৬ রানে সব উইকেট হারায় তারা।