October 20, 2022

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস ট্রাসের প্রশাসনের মধ্যে নজিরবিহীন তোলপাডড়ের মধ্যে তারএই পদত্যাগ ।

দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক বিবৃতিতে তিনি বলেন যে ম্যানডেটের ভিত্তিতে তিনি নির্বাচিত হয়েছিলেন, সেই ম্যানডেট তিনি পূরণ করতে অপারগ। কনজারভেটিভ পার্টিতে তার উত্তরসূরী নির্বাচনের জন্য আবার ভোটাভুটি হবে।

মিজ ট্রাস প্রধানমন্ত্রী হন মাত্র ছয় সপ্তাহ আগে। কিন্তু তার পর থেকেই তার সরকারের আর্থিক কর্মসূচি নিয়ে তীব্র বিতর্ক-বিবাদ চলছে এবং এ পর্যন্ত তার দু’জন মন্ত্রী পদত্যাগ করেছেন। আর প্রধানমন্ত্রীকে অপসারণের আহ্বান জানিয়েছেন তার নিজ দল কনসারভেটিভ পার্টির অন্তত ১৩ জন এমপি।

সূত্র: বিবিসি