বরিশালের গৌরনদী উপজেলার নীলখোলা নামক এলাকা থেকে ঢাকাগামী যাত্রীবাহি মেঘনা পরিবহনর একটি বাসে তল্লাশী চালিয়ে ২০মন জাটকা জব্দ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ সগির হোসেন বরিশাল নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে বারোটার ওই বাসে তল্লাশী চালানো হয়। জাটকাগুলো সাতটি কার্টুনে রাখা ছিল বলেন তিনি। জব্দকরা জাটকাগুলো উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।