বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামে কীটনাশক খেয়ে মুরগী মরে যাওয়ায় প্রতিবন্ধীর অর্ধশতাধিক কলা গাছ কেটে ফেলেছে মুরগির মালিক। এ ঘটনায় কৃষি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগি প্রতিবন্ধী শাহাদাত শরীফ সোমবার সকালে অভিযোগ করে বলেন, একই গ্রামের জালাল সরদারের বাড়ির পাশে জমি লিজ নিয়ে অর্ধশতাধিক কলা গাছ ও সবজী রোপন করেন তিনি। এক সপ্তাহ আগে কলা বাগানের পোকা দমনের জন্য জমিতে ওষুধ ছিটানো হয়। ওষুধ ছিটানোর পর পাশের বাড়ির সবাইকে সতর্কও করা হয়। শনিবার দুপুরে জালালের স্ত্রী নুর নাহার বেগমের কয়েকটি মুরগী শীতজনিত রোগে মারা গেলে নুর নাহার বেগম দাবী করেন তার (শাহাদাত) ছিটানো ওষুধ খেয়ে মুরগী মারা গেছে। এ ঘটনার জের ধরে ওইদিন বিকালে নুর নাহার বেগম, তার স্বামী জালাল সরদার শাহাদাতের বাগানের ৬০টি কলা গাছ কেটে ফেলে। যার অধিকাংশ গাছে কলা ছিলো। এ ঘটনায় উজিরপুর কৃষি অফিসে লিখিত অভিযোগ করায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে জালাল ও তার সহযোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত জালাল সরদারের স্ত্রী নুর নাহার বেগম বলেন, কাউকে কিছু না বলে জমিতে ওষুধ ছিটানোয় তার ৮০টি মুরগী মারা গেছে। তাই কলাগাছগুলো কাটা হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) জাফর আহম্মেদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল নিউজ/ গৌরনদী