মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টাইগারদের কবলে পড়া ইংলিশদের মতো সারা দুনিয়ার দর্শকদের নিঃশ্বাস যেন বন্ধ হবার উপক্রম হয়েছিল। বল আর রানের হিসাব মিলাতে মিলাতে মনে হচ্ছিল ছয়- চারের জয় শেষে বাংলাওয়াশের আশা অতিরিক্ত হয়ে গেছে। কিন্তু না; তৃতীয় টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এর ষোলকলা পূরণ করলো টাইগাররা।
টি- টোয়েন্টির এই সংস্করণে বাংলাদেশের অবস্থানকে নড়বড়ে বলা হয়। সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে ফিরছিল তারা। সেই সংস্করণেই সাকিবাহিনী একেবারে নাস্তানাবুদ করলো প্রবল প্রতাপশালী ইংল্যান্ডকে। এরআগে ইংল্যান্ড বাদে সব দলের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড আছে টাইগারদের। শেষ রেকর্ডটি হলো বিশ্বচ্যাম্পিয়নদের একেবারে বাংলাওয়াশ করে। ঘরের মাঠের শ্রেষ্ঠত্ব প্রমান করলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৮/২ (লিটন ৭৩, রনি ২৪, শান্ত ৪৭*, সাকিব ৪*; কারান ৪-০-২৮-০, ওকস ১-০-১২-০, রশিদ ৪-০-২৩-১, আর্চার ৪-০-৩৩-০, রেহান ৩-০-২৬-০, মইন ১-০-১২-০, জর্ডান ৩-০-২১-০)
ইংল্যান্ড: ২০ ওভারে ১৪২/৬ (মালান ৫৩, সল্ট ০, বাটলার ৪০, ডাকেট ১১, মইন ৯, কারান ৪, ওকস ১৩*, জর্ডান ২*; তানভির ২-০-১৭-১, তাসকিন ৪-০-২৬-২, সাকিব ৪-০-৩০-১, হাসান ৪-০-২৯-০, মুস্তাফিজ ৪-০-১৪-১, মিরাজ ২-০-১৮-০)
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয়ী।
টস কোন বিষয় নয়
এই সফরেবাটলার টস জিতে বোলিং বেছে নেন। এর আগে বাটলার দুইবার টস হেরেছিলেন। হেরেছিলেন ম্যাচও। অপরদিকে বাংলাদেশ দুইবার টস জিতে দুইবারই ম্যাচ জিতে নেয়। আজ বাংলাদেশ টস হারলেও জিতে নেয় ম্যাচ।
ম্যান অব দা সিরিজ
সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩৬ বলে ৪৭ রান করেন তিনি। বোলারদের তোপে হাফ সেঞ্চরিটা হলো না তার।
ম্যান অব দা ম্যাচ:
লিটন কুমার দাস। ওপেনিংয়ে এ ব্যাটসম্যান ৫৭ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ১০ চার ও ১ ছক্কায় সাজান তার ইনিংসটি। ৫৫ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গে তাদের। লিটনকে থামান ক্রিস জর্ডান।
এরআগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খারাপ গেছে তার। খারাপ গেছে প্রথম দুই টি-টোয়েন্টিও। ইংলিশদের বিপক্ষে পাঁচবারের মধ্যে চারবারই লিটন আউট হয়েছেন দশের নিচে। একবার দশ পার করলেও ফেরেন ১২ রানে।
অবশেষে পেলেন ফিফটির দেখা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি লিটনের নবম হাফসেঞ্চুরি।
বরিশাল নিউজ / ডেস্ক নিউজ